কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাব থেকে মোট ১৮৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৬৪, চুয়াডাঙ্গা ৩৯, ঝিনাইদহ ৮৪) মধ্যে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় ১ জন জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। অন্যান্য জেলার মধ্যে ঝিনাইদহ জেলায় ১০ জন এবং চুয়াডাঙ্গা জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলায় ১ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
শুক্রবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস।
নতুন সনাক্ত হওয়া ব্যাক্তির ঠিকানা নন্দলালপুর, কুমারখালী। বয়স ৩৮ বছর,পুরুষ।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ২০২ জন কোভিড রোগী সনাক্ত হল। গতকাল কুষ্টিয়া সদরের সনাক্ত হওয়া একটি পুরুষ রোগী ঝিনাইদহের হরিণাকুণ্ডে অবস্থান করায় তাকে সেখানেই আইসোলাশনের আওতায় আনা হয়েছে ও কুষ্টিয়ার হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
১২ জুন শুক্রবার এর আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ২০২ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-২৯, ভেড়ামারা-৩৩, মিরপুর-১৮, সদর-৮৪, কুমারখালী-২৬, খোকসা-১২
(পুরুষ রোগী-১৫২, নারী রোগী-৫০)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪১ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ৩৭ জন
দৌলতপুর-১৩, ভেড়ামারা-২, মিরপুর-৮, সদর-৬, কুমারখালী-৯, খোকসা-১, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৩ জন
হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন।
খুলনা প্রেরণ ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।