কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার (৫ জুন) আট জেলার মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়।
আজ শুক্রবার (৫ জুন) বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ১৫১টি (কুষ্টিয়া ৪৪, চুয়াডাঙ্গা ২৫, ঝিনাইদহ ৬, নড়াইল ২০, মাগুরা ২৫, মেহেরপুর ২৭, খুলনা ৩ ও যশোর ১) নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৪৪ টি নমুনা।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৬ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। অন্য জেলার মধ্যে চুয়াডাঙ্গার ৭টি, যশোরের ১টি, খুলনার ৩টি ও নড়াইলের ৪টি নমুনা পজেটিভ বলে সনাক্ত হয়।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৩ জন। এদের সবার বাড়ী হরিপুরের হাজীপাড়াতে। দৌলতপুর উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ২জন নতুন আক্রান্ত হয়েছে। খোকসার দুইজনের ঠিকানা থানাপাড়া ও আমলাবাড়ীতে। দৌলতপুরের আক্রান্ত ব্যক্তি চক দৌলতপুর নিবাসী। আজকে সনাক্তদের মধ্যে ৪ জনের বয়স ৩০- ৪০ বছর ও ২ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত ২ জন পুরুষ ও ৪ জন মহিলা। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১০৪ জন (বহিরাগত বাদে) কোভিড রোগী সনাক্ত হল।
করোনা স্যাম্পল টেস্টঃ আজ কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৫১টি স্যাম্পল এর টেস্ট করা হয়েছে যার মধ্যে 8৪টি কুষ্টিয়া জেলার, ২৭টি মেহেরপুর জেলার, ৩১টি চুয়াডাঙ্গা জেলার, ২০টি নড়াইল জেলার, ২৫টি মাগুরা জেলার এবং ৪টি ঝিনাইদহ জেলার। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬টি, চুয়াডাঙ্গা জেলার ১১টি এবং নড়াইল জেলার ৪টি স্যাম্পলের ফলাফল পজিটিভ হয়েছে এবং বাকী সবগুলোর ফলাফল নেগেটিভ। আজ পর্যন্ত কুষ্টিয়া জেলার মোট ২৩৪৭ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১৮০ জনের। ২০৭৫ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে। কুষ্টিয়ার মোট করোনা পজিটিভ রোগী ১০৬ জন (১০৫ জনের টেস্ট কুষ্টিয়ায় করা হয়েছে এবং ১ জনের টেস্ট ঢাকায় করা হয়েছে), যার মধ্যে মোট ৩১ জন সুস্থ হয়ে গেছেন। বাকী ৭৫ জনের সবার বাসা লকডাউনের আওতায় আনা হয়েছে এবং আক্রান্ত রোগীদের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত সবাই সুস্থ আছেন। ১৬৭টি স্যাম্পলের টেস্ট রেজাল্ট এখনো পাওয়া যায়নি।
হোম কোয়ারেন্টাইনঃ নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুঙাব মোকাবেলায় কুষ্টিয়া জেলায় ০৫ জুন, ২০২০ তারিখ পর্যন্ত বিদেশ ফেরত ৬৭৩ জনসহ ঢাকা/নারায়ণগঞ্জ/করোনা আক্রান্ত এলাকা হতে আগত ২৫৯২ জনের হোম কোয়ারেন্টাইন এবং ৪ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়া জেলার ২টি প্রতিষ্ঠানে মোট ২০০ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এবং ৬টি উপজেলাসহ ৩টি প্রতিষ্ঠানে (FWVTI তে ৪০টি, কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালে ৩০টি, ২৫০ শষ্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের ৩০টি) মোট ১৩৬টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৭৭ জন আইসোলেশনে আছেন।
০৫ জুন ( শুক্রবার ) এর আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ১০৪ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-২৩, ভেড়ামারা-১৫, মিরপুর-১২, সদর-৩১, কুমারখালী-১৬, খোকসা-৭
(পুরুষ রোগী-৭৮, নারী রোগী-২৬)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২৯ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ২৭ জন
দৌলতপুর-১০, ভেড়ামারা-২, মিরপুর-৪, সদর-৪, কুমারখালী-৬, খোকসা-১, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৪ জন
হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।