কুষ্টিয়া,মেহেরপুরসহ দেশের অন্য জেলায় জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ৬ জুন বুধবার কুষ্টিয়া, মেহেরপুরসহ দেশের ১০টি সাংগঠনিক জেলায় যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।
মেহেরপুর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় এতে সভাপতি জাহিদুল হক জাহিদ, সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, সাধারণ সম্পাদক মো. কাওসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হক
কুষ্টিয়া যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এতে সভাপতি আল আমিন কানাই, সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও কুষ্টিয়া সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান কামালউদ্দিন কামাল সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।
যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল গনমাধ্যমকে জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটি অনুমোদন দিয়ে আশা প্রকাশ করেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন জেলা কমিটি সাহসী ভূমিকা পালন করবে নবগঠিত এ কমিটি।