Monday, September 25, 2023
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বেহালদশা

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বেহালদশা

Published on

কুষ্টিয়ায় ভাঙা ও খানাখন্দে ভরা সড়কে কয়েকটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে বুধবার রাত থেকে। সকালেও সচল করতে পারেনি মেকানিকের অভাবে। এতে সাত সকালেই আবারও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে । এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মোট ২৪ কিলোমিটারের মধ্যে ২১ কিলোমিটারই ভাঙা ও খানাখন্দে ভরা। প্রতিদিনই এই সড়কে যানবাহন বিকল হয়ে পড়ে। মেকানিকের অভাবে গাড়ি গুলো দ্রুত মেরামত করে সচল করতে না পারাই যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগ যেন এখন নিত্যদিনের।

হাইওয়ে পুলিশ জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া জ্যোতি তেলপাম্প এলাকা থেকে ভেড়ামারা বারমাইল পর্যন্ত ১০ কিলোমিটারের মধ্যে অন্তত দশটি ট্রাক গতকাল রাতে বিকল হয়ে পড়ে। এতে সমস্যার সৃষ্টি হয়েছে। ভাঙা সড়কে পড়ে এসব ট্রাক বিকল হচ্ছে। এতেই গাড়ির জট বেঁধে যাচ্ছে। এ রকম ঘটনা প্রতিদিনই হচ্ছে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া ঈশ্বরদী সড়কের ওপর শত শত যানবাহন দাঁড়িয়ে আছে। থেমে থেমে একটু একটু করে এগোচ্ছে গাড়ি। কোথাও কোথাও ট্রাক বিকলল হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। এ মহাসড়কে ২৪ কিলোমিটারের মধ্যে ২১ কিলোমিটারই ভাঙা ও খানাখন্দে ভরা।

ট্রাক চালক গোবিন্দ কুমার বলেন, ‘দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। রাস্তাঘাটের এমন পজিশন চলার মতো নেই। এমন কোনো দিন নাই এখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় না। আমাকে যেতে হবে পাবনায় । কখন যাব আআর কতক্ষন অপেক্ষা করতে হবে কিছুই বুঝছিনা।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এ সড়ক মেরামতের জন্য প্রায় ৪৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দরপত্র প্রক্রিয়ার সম্পন্ন হয়েছে। এখন সেটি বিভাগীয় পর্যায়ে মূল্যায়নে রয়েছে। আশা করা যাচ্ছে, মার্চের শেষের দিকে কাজ শুরু হয়ে যাবে। এতে যানজট নিরসন হবে বলে আশা প্রাকাশ করেন তিনি।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...