কুষ্টিয়া জেলা ইবি থানাধীন রনজিত পুর গ্রামের চুন্নু এর ছেলে আল- আমিন (২২) কে ৫গ্রাম হেরোইনসহ পুলিশ আটক করেছে। যার মুল্য আনুমানিক প্রায় ৫০হাজার টাকা।
এ বিষয়ে ইবি থানার ওসি মোঃ রতন শেখ জানায়, আসামীর ব্যবহীত একটি লাল রং এর ডায়ান ৫০ সিসি মটর সাইকেল সহ গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বিকাল ৪ঃ৫০ ঘটীকার সময় বিত্তিপাড়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি করিমপুর বাজারস্থ মিজানের চায়ের দোকানের সামনে মটর সাইকেলের উপর বসে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনার সত্যতার যাচায়ের জন্য সেখানে গেলে, আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে হাতে নাতে ধরে তল্লাশী করে প্যান্টের পকেটে হেরোইন পেয়ে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আল-আমীন এই মাদক ব্যবসা করে আসছিলো। তিনি এলাকার যুব সমাজকে মাদক দ্বারা নষ্ট করছে, তাকে কিছু বললে হুমকির মুখে পড়তে হয়, এসব লোকের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
গ্রেপ্তার হওয়া আসামীর বিষয়ে ওসি মো. রতন শেখ আরো জানায়, আসামী মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ১ (ক) ধারায় অপরাধ করেছে, মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। যার মামলা নং-১৩।
ওসি জানায়, উক্ত আসামীকে গ্রেপ্তারে সহযোগীতা করে এস আই হামিদুর রহমান। বিষটি তদন্তের দায়িত্ব পেয়েছে এস আই রেজাউল করিম।