কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইনিয়ন ও কুষ্টিয়ার জিয়ারখী ইউনিয়নের জনগনকে নিয়ে বংশীতলায় ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুই ইউনিয়নের মধ্যে বিদ্যমান বিবাদ ও রক্তক্ষয়ী সংঘর্ষ অবসানের উদ্দ্যেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইবি থানার ওসি রতন শেখ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মডেল থানার ওসি(তদন্ত) সঞ্জয় কুমার ও উজানগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লা, স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় দেশীয় ঢাল,সরকী,কটারী,বেকী সহ দুই ইউনিয়নের জনসাধারণ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং ভবিষৎ এ কাইজা না করার আশ্বাস দেন।