পবিত্র ঈদুল আযহার আগে ও পরে সারাদেশে সড়ক দুর্ঘটনার কারণ জানতে সরকার গঠিত তদন্ত কমিটির একটি টিম দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা কবলীত স্থানে পরিদশর্নে গিয়ে তদন্ত কাজ পরিচালনা করছেন। আজ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার গঠিত এই তদন্ত টিম আসছে কুষ্টিয়া।
গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ৮ মাসের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তার পার হচ্ছিলেন মা রিনা খাতুন। থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের একটি বাস হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে
পড়ে আকিফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট ভোরে মারা যায় আকিফা।
সরকার গঠিত তদন্ত কমিটির টিম আজ কুষ্টিয়া চৌড়হাস মোড়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত শিশু আকিফার পরিবার সহ স্থানীয় ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন।
সড়ক তদন্ত কমিটির প্রধান হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করবেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। তদন্ত কমিটির অন্যন্ন সদস্য যারা থাকবেন, বিআরটিএ পরিচালক (অপারেশন) সিতাংশু শেখর বিশ্বাস, গাজিপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, বুয়েটের সহযোগি অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের সদস্য কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, বৈশাখি টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। এছাড়াও স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, হাইওয়ে পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিআরটিএ বিভাগীয় পরিচালক, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কে এম জাহিদ ও সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,আজ কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেফতার করেছে র্যাব-৮। রোববার ভোররাতে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।