কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ট্রাক ভর্তি ৯৫০ বোতল ফেনসিডিলসহ দুই আসামি গ্রেফতার হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বিত্তিপাড়া বাজারস্থ জলিলের রাইচ মিলের সামনে থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার এবং ট্রাকসহ ড্রাইভার মামুন হোসেন ও হেলপার সাহেব আলীকে গ্রেফতার করা হয়। এদের দুইজনেরই বাড়ি সাতক্ষীরা জেলায়।
র্যাবের কোম্পানী কান্ডার রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।