কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শহরের নফর শাহের মাজার থেকে মাদক সেবনকালে ৫জনকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাকিব আল রাব্বি।
দন্ডপ্রাপ্তরা হলো কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের রাতুলপাড়া গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে তাইজুল মণ্ডল(৭০), মৃত শ্রী যুগল কুমার দাসের ছেলে শ্রী অমল কুমার দাস(৪২), কুষ্টিয়া শহরের বারাদি উত্তরপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল(২৮)।
এসময় আদালতের বিচারিক তাইজুল মণ্ডল কে ৭ দিন, শ্রী অমল কুমার দাসকে ৭ দিন ও জুয়েলকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে কুষ্টিয়া পেয়ারাতলা এলাকার মৃত বাচ্চুর মেয়ে যুথি(২২) ও আব্দুর রশিদের পুত্র মাসুম(২৮) কে আটক করা হয়। তাদের কেও ভ্রাম্যমান আদালতে হাজির করলে মাসুম কে ১৫ দিন ও যুথিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সাকিব আল রাব্বি।