কুষ্টিয়ার পৃথক অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে সদর উপজেলার মঙ্গলবাড়ী এলাকায় “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত এলাকায় অভিযান চালায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহেরা নাজনীন।
ভ্রাম্যান আদালত সুত্রে জানা যায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা কালে আইন অমান্যের দায়ে ব্যবসায়ী সুলতানকে তিন হাজার টাকা, সুরুজ্জামানকে তিন হাজার টাকা এবং রবিউল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, রবিবার একই আইন নিশ্চিতে খাজানগর এলাকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
অভিযান কালে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে খোরশেদ আলম নামক একজন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পৃথক এ অভিযান কালে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শন সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় সোহরাব উদ্দিন উক্ত আইনটি সকলকে মেনে চলার আহবান জানান। সেই সাথে জেলা ব্যাপি এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।