সোমবার ( ১ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মিরপুর উপজেলার মিরপুর বাজারে জাহাঙ্গীর হোটেল এর মালিক মোঃ নজরুল ইসলাম কে অপরিস্কার পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রয় এর দায়ে ভোক্তা অধিকার অাইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০০০/-টাকা জরিমানা অারোপ ও আদায় করা হয়।
উজ্জ্বল মিষ্টান্ন ভান্ডার এর মালিক উজ্জ্বল কে মূল্য তালিকা না থাকায় এবং অপরিস্কার পরিবেশ খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ এবং ৪৩ ধারায় ৫০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
রুমন কনফেকশনারী মালিক মহিউদ্দিন কে খাদ্যপণ্য তৈরিতে এ্যামোনিয়া মিশ্রনের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় ১০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজকের বাজার অভিজানে জেলা বাজার কর্মকর্তা, জেলা সেনেটারি ইনেসপেক্টর এবং মিরপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।