কুষ্টিয়ায় “ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন” করা হয়েছে। ৮ ফেব্র“য়ারি বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ৩ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান।
এর আগে কোর্ট চত্বর থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী বেড় হয়ে শহরের মজমপুর হয়ে মেলা চত্বরে এসে শেষ হয় এবং ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
মেলায় মোট ৮৮ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। মেলায় তাদের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম এবং সেবা আরো সহজ ভাবে কিভাবে দেয়া যায় সেই বিষয়ে নানা ভাবে উপস্থাপন করা হয়।