কুষ্টিয়ার খাজানগরে “পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় পলিথিনের মোড়ক ব্যবহারের অপরাধে দুই অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিজু তামান্না।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, “পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে অভিযান পরিচালনাকালে দাদা অটো রাইস মিল ম্যানেজার শহিদুল ইসলামকে ৩৫ হাজার টাকা এবং ইরফান এগ্রো ফুডের মালিক ইকবাল হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস উপস্থিত সকলে উক্ত আইনটি মেনে চলার জন্য আহব্বান জানান।
জনসচেতনায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।