১১মে শনিবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি ভানু বেগম (৪০) এর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভানু বেগম কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
মাদক কারবারি ভানু বেগমের বিরুদ্ধে ভেড়ামারা থানায় নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং ১ তারিখ ১১/০৫/২০১৯ ইং।