কুষ্টিয়ার দৌলতপুরে ১০ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ওই মহিলার নাম আফরোজা বেগম ফুড়ু (৪২)।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খাঁন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার মধুগাড়ী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।
আটক আফরোজা মধ্যপাড়ার আব্দুল মালেকের স্ত্রী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।