কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা বাজারে গত বুধবার রাত সাড়ে ১০টায় ইবি থানা পুলিশ অভিযান চালিয়ে একটি কম্পিউটারের দোকান থেকে ১০৭ বোতল ফেন্সিডিল, ৩০ পিচ ইয়াবা, ৪৫ গ্রাম গাজা ও ৫ গ্রাম হেরোইন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ ধারার ৯(১) ধারায় মামলা হয়। ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দূর্বাচারা বাজারে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রয় ও সেবন হয় শুভ কম্পিউটার নামে এক দোকানে।
রাত সাড়ে ১০টায় সঙ্গীয় দুইজন এস আই ও ফোর্স নিয়ে দূর্বাচারা বাজারে শুভ কম্পিউটার দোকানে অভিযান চালান। দোকানে তল্লাশির সময় বেশ কিছু যুবক ছেলেদের দোকানের মধ্যে দেখতে পান। এসময় সেখান থেকে ১০৭ বোতল ফেন্সিডিল, ৩০ পিচ ইয়াবা, ৪৫ গ্রাম গাজা ও ৫ গ্রাম হেরোইন সহ সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। সেখান থেকে ৫জনকে আটক করে।
আটককৃতদের নাম ইবি থানার দূর্বাচারা গ্রামের আকমল হোসেনের ছেলে আশিকুজ্জামান শুভ(২৪), একই গ্রামের সালামত শেখের ছেলে মিজানুর রহমান(২৮), দূর্বাচারা গ্রামের লোকমান শেখের ছেলে নাজমুল(১৯) ও ইবি থানার শ্যামপুর গ্রামের বজলু বিশ্বাসের ছেলে রতন হাসান(২৩) ও আইয়ুব আলির ছেলের সোহেল রানা(১৯)।
অপর এক মামলায় তন্ময় ইসলাম পিয়াসকে আটক করা হয়। সে ঝিনাইদাহ জেলার হামদাহ মোল্লাপাড়ার আকিদুলের ছেলে। তার মামলা নং-৫।