কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আসাদউল্লাহ এই রায় প্রদান করেন।
আসামীরা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুটিয়া গ্রামের জোনাব আলীর ছেলে সোবহান ওরফে তোতলা সোবহান(৪০) ও মো: শাহজাহান(৪৭)। একই সাথে দুই আসামীকে ৫হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মো: কালু(৪৫) নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
মামলার এজেহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুঠিয়া গ্রামের আকবর আলী শেখের দুই ছেলে একই গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ওহিদের কাছে থেকে ৩ লক্ষ টাকার বিনিময়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে আকবর আলী শেখের দুই ছেলেকে জমির ভোগ দখলে বাধা সৃষ্টি করে মৃত জোনাব আলীর ছেলে সোবহান ওরফে তোতলা সোবহান, মো: শাহজাহান ও কালু। তারা বিভিন্নভাবে হুমকী ধামকী দিয়ে জমি দখল না দিতে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে গ্রাম্য শালিসের মাধ্যমে ১২ শতাংশ জমি বুঝিয়ে দিতে বাধ্য হয় মৃত জোনাব আলীর ছেলেরা।
জমি বুঝিয়ে দেওয়ার পরেও নানাভাবে ভুক্তভোগি পরিবারটিকে হুমকী ধামকী দিয়ে আসছিলো অভিযুক্তরা। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ৩১ জুলাই সকালবেলা ক্রয়কৃত জমিতে নির্মিত বাড়িতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন আকবর আলী শেখের স্ত্রী শাহিদা খাতুন ওরফে বুলি(৫২)। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে খোকন শেখ বাদী হয়ে তিন জনকে আসামী করে কুমারখালী থানায় এজাহার দায়ের করেন। যাহার মামলা নং ১৮৭/১৩। আদালত সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং একজনকে বেকসুর খালাশ প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন প্রিন্সিপাল আমিনুল ইসলাম।