কুষ্টিয়ায় নির্মানাধীন বাইপাস সড়কে শিপলু (২৫) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া বাইপাস সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপলু কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মণ্ডলপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়ার ত্রিমোহনী থেকে শহরে যাতায়াতের রাস্তা ভাঙা হওয়ায় শিপুল বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে (নির্মানাধীন বাইপাস সড়কের পানিবাহী ট্রাক) মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিপলুর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কয়েকজন জানান, নির্মানাধীন বাইপাসের মাঝামাঝি স্থানে এস্কেবিটর (ব্যাকু) দিয়ে মাটি সরানোর কাজে নিয়োজিত চিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা নির্মানাধীন বাইপাস সড়কের পানিবাহী ট্রাক সড়কের ডানপাশের দিক দিয়ে যাওয়ার সাময় সামনের দিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে সেই ট্রাকের ধাক্কা লাগলে রাস্তার পাশে ছিটকে পড়ে চালক শিপলু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।