কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাহারুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরো তিনজন যাত্রী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা-রায়টা সড়কের ফারাকপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের ছবির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম যাত্রীসহ ইজিবাইক চালিয়ে রায়টা থেকে ভেড়ামারার দিকে আসছিলেন। ওই স্থানে পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক নাহারুল ইসলাম গুরুত্বর আহত হন।
তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আহত ৩ যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আন নূরজায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।