আজ জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ২১ জনের বাড়ি লক-ডাউন এর আওতায় নিয়ে এসেছেন।
স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্কবিহীন বাইরে বের হওয়ায় তারা ১৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪৭ টি মামলায় ৫০ জনকে ৪৬,৬০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও করোনা রোগীর বাড়ি বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিয়েছেন।
এদিকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় ৭ জনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ (২) মতে ৪টি মামলায় ৭জনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ভেড়ামারা বাজারের শাপলা চত্বর এলাকায় চায়ের দোকান বন্ধ করে দেন এবং লকডাউনকৃত এলাকা পরিদর্শন করেন।