কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী লিয়াকত আলী (৩৭) কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালত(নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) এর বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ রায় দেন। এ রায় ঘোষনার সময় আসামী লিয়াকত আলী পলাতক ছিলো।
আদালত সুত্র জানায়, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে রহিমা খাতুন ( ৩০) কে তার স্বামীর বাড়ী সদরপুরে গভীর রাতে নির্যাতন করে হত্যা করে বাড়ীতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়।
ঘটনার পরের দিন কুষ্টিয়ার মিরপুর থানায় মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা সেশন ২৮২/০৭। দীর্ঘ শুনানী শেষে আজ বিচারক আসামীর অনুউপস্থিতি ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার করে। দন্ডপ্রাপ্ত লিয়াকত কুষ্টিয়ার মিরপুরের আমলা-সদপুরের বাদশা মিস্ত্রির ছেলে। বাদী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডঃ গিয়াস উদ্দিন এবং সরকারী পক্ষের আইনজীবি ছিলেন নারী ও শিশুর পিপি এ্যাডঃ আকরাম হোসেন দুলাল।