কুষ্টিয়ায় নিজের স্ত্রী ও জামাই মিলে পিটিয়ে হত্যা করেছে খন্দকার হাকিমুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে।
শনিবার কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত খন্দকার হাকিমুল ইসলাম ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের শেখপাড়া এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
হাকিমুলের মা হামিদা বানুর বরাত দিয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শশুরবাড়ীর লোকজন মিলে হাকিমুলকে পিটিয়ে হত্যা করে। তিনি আরও জানান, হাকিমুলের স্ত্রী মোহসীনা খাতুন খুশী ও তার মেয়ের জামাই রাকিব হাসান রনিসহ নিজ বাড়িতে নৃসংশ ভাবে পিটিয়ে হত্যা করেছে।
তবে এঘটনায় হাকিমুলের স্ত্রী ও জামাইকে আটক করেছে পুলিশ।