কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে ফরহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়নপুর বেড় বাড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হরিনারায়ণপুর বেড় বাড়াদি গ্রামে এলামপাড়ায় জাফরের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে যান হরিরানায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের সাবান আলীর ছেলে রাজমিস্ত্রি ফরহাদ ও বেড় বাড়াদি গ্রামের মৃত মনজেরের ছেলে গোলাম রসুল (৫০), একই গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে নোমান হোসেন (১৮), মান্নানের ছেলে রাকিব (২৫)। প্রথমে মিস্ত্রি ফরহাদ সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে মিথায়িল গ্যাসে ট্যাংকের ৮ ফিট নিচে পড়ে যান। এ সময় রাকিব, নোমান, রসুল তাকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ফরহাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।