কুষ্টিয়ায় র্যাবের ভ্রাম্যমান আদালতে ভারতীয় ও পাকিস্তানী মেহেদী তৈরী ও বাজারজাত করার অপরাধে একজনকে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ১০ লাখ টাকার ভারতীয় ও পাকিস্তানী ব্যান্ডের মেহেদী ধবংস করা হয়েছে।বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারের পর আজ সকালে এই কারখানা এবং সকল পণ্য ধবংস করা হয়ে।
র্যাব-১২ এর স্কট কমান্ডর সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌড়হাস মোড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমান ভারতীয় নেহা, রাখি বন্ধন, সাত ভাই চম্পা এবং পাকিস্তানের আলমাস কোম্পানীর মেহেদী তৈরী হতে দেখা যায়। ওই ভূয়া প্রতিষ্ঠানের মালিক নান্নুকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী কমিশনার শরিফ উল্যাহ এই ভ্রাম্যমান আদালতে হাকিমের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত ভূয়া নাম ব্যবহার করা বিপুল পরিমান মেহেদী এবং তার মোড়কসামগ্রী জব্ধ করে এবং তা ধবংস করে ভ্রাম্যমান আদালত।এছাড়া মেহেদী তৈরীতে ব্যবহৃত ৪ টি মেশিন জব্ধ করে র্যাবের ভ্রাম্যমান আদালত। ওই ভূয়া কারখানার মালিক নান্নু মিরপুর উপজেলার গোড়দাহ গ্রামের তানাউল্লাহর ছেলে।