কুষ্টিয়া জেলা প্রশাসন, বিসিক কুষ্টিয়া, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই), নাসিব ও বাংলাদেশ কৃষি ব্যাংক এর সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএম ই পণ্য মেলার সমাপণী অনুষ্ঠান কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলার স্টলের সনদ প্রদান এবং মেলায় আগত দর্শকদের র্যাফেল ড্র এর মাধ্যমে ৩৫ জন বিজয়ীকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপণী ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এসএম শাহিন আনোয়ার এবং বিসিক’র উপ-মহাব্যবস্থাপক এক এম দৌলতুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ফারিয়া সুলতানা ও পার্থ প্রতীম সাহা। শেষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সাংস্কুতিক অনুষ্ঠানে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর শিল্পীরা বেশ রাত পর্যন্ত গান, নিত্য পরিবেশন করে মেলায় আগত দর্শকদের মাতিয়ে রাখেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্ররণের লক্ষ্যে শুরু হওয়া ৭ দিনব্যাপী এমেলায় গত কয়েক দিনে মেলার ষ্টল গুলোতে তেমন একটা কেনা বেচা না হলেও আজ শনিবার মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষনীয়। তবে মেলায় পুরুষের তুলনায় নারী ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা ছিলো চোখে পড়ার মতো।
এ মেলায় কুষ্টিয়াসহ আশপাশ জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নেয়া স্টল গুলো তাদের পণ্য সাজিয়ে বসেছিল। এসএমই প্রতিষ্ঠানের পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের স্বদেশি পণ্যের বিশাল সমারহ ঘটেছিল। কুষ্টিয়ার বিভিন্ন এলাকা ছাড়াও, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, নাটোর, বরিশাল ও বান্দরবান জেলা থেকে আসা এই পণ্য মেলা’য় ৫১ টি স্টল অংশ গ্রহণ করেছিল।