নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের সচেতন করতে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সোমবার সকালে শহরের মজমপুর গেট, চৌড়হাস মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রচারনা কার্যক্রম চালানো হয়।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, সার্জেন্ট মেহেদী হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম বলেন, ‘ অনেক চালক আইন সম্পর্কে জানেন না। আরও প্রচার-প্রচারণা চালানো হবে। এছাড়া চালকরাও অনেক সতর্ক রয়েছে।’
পহেলা নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। আশা করা যায় সকলে সচেতন হলে দুর্ঘটনা কমে যাবে বলেও মনে করেন তিনি।
বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের হাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা।
আব্দুল মজিদ নামের একজন জানান, নতুন আইনকে আমরা স্বাগত জানায়, যেকোন ধরনের গাড়ী ক্রয় করার সাথে সাথেই রেজিষ্ট্রেশন দিতে হবে। তবে গাড়ী কেনার অনেক পরে দেখা যায়, রেজিষ্ট্রেশন করতে হয় আবার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে দীর্ঘসময় লেগে যায়। যার কারনে মানুষ অনেকসময় বিড়ম্বনার কারনে এসব লাইসেন্স করতে বিলম্ব করে।
তবে এসব ড্রাইভিং লাইসেন্স অল্পসময়ে দ্রুত করা যায় তার ব্যবস্থা করতে হবে। এবং জনগন এসব আইন মেনে চলতে পারে তার জন্য বেশি বেশি করে প্রচার প্রচারণারও দাবী করেন তিনি।