জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আজ রোববার মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার)।
মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা কুষ্টিয়া, মোঃ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, নূরানী ফেরদৌস দিশা,অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং অফিসার ফোর্স।
অনুষ্ঠানে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার প্রদান করা হয়।