কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত শাজাহান আলী কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে দশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।
মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিকালে শাজাহান শিশুটিকে ফুল দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।