আন্দোলনের ফসল নিরাপদ সড়ক ও ৯ দফা দাবী মেনে নেওয়ায় আনন্দ মিছিল করেছে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিকেলে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালী শহরের মজমপুর রেলগেট এলাকা প্রদিক্ষন করে পূনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনায় আনন্দর্যালীতে বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দর্যালীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি ছিলো নিরাপদ সড়ক ও ৯ দফা দাবির বাস্তবায়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা দিয়েছেন তিনি আমাদের দাবিগুলো দ্রুত বকাস্তবায়ন করবেন। ক্ষূদে শিক্ষার্থীরা এসময় জানান, আমরা শুনেছি নিরাপদ সড়কের জন্য প্রধানমন্ত্রী আইন পাস করেছেন। তিনি আমাদের কথা রেখেছেন তাই আমরাও তার কথা রেখেছি। তিনি আমাদের ক্লাসে ফিরতে বলেছেন আমরা আজকে থেকে আর রাস্তায় থাকবো না।
কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ এসময় শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে আনন্দর্যালী শেষ করে বিদ্যালয়ে নিয়ে যান। এসময় আনন্দর্যালীতে নিরাপত্তার জন্য কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে উপস্থিত থাকতে দেখা গেছে। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দর্যালীকে স্বাগত জানিয়েছেন কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষ।