কুষ্টিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিঃ (এমসিকিউ) পরীক্ষায় উর্ত্তীণ আইন শিক্ষানবীশদের এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল ১০ টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর বঙ্গবন্ধু মুর্যালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানবন্ধনে বক্তারা বলেন, বিগত প্রায় তিন বছর যাবত বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকা ভূক্তিকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া করোনার কারণে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলেও লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে না। যা কোনভাবেই কাম্য নয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবীশদের সরাসরি গেজেটের মাধ্যমে অ্যাডভোকেট হিসাবে সনদ প্রদান করার জোর দাবি জাননো হয় কর্মসূচি থেকে।
এছাড়া ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
আনুমানিক প্রায় ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে মাত্র ১২৮৭৮ জন উর্ত্তীণ হয়েছে এবং তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় অতি সত্তর অবশিষ্ট পরীক্ষাগুলো সম্পন্ন করে তাদেরকে এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য অনুরোধ জানান বক্তারা।
Discussion about this post