সমাজের মধ্যে যে সকল অশুভ শক্তি আছে তা পরাজিত করতে হবে।
মোঃ চাঁদ আলী।। কুষ্টিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্রদান কমিটির আয়োজনে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর ২০১৯ তারিখ শুক্রবার বিকেলে কুষ্টিয়ার বাড়াদী বাবুপাড়া শ্রীশ্রী জগমোহন রায় জিউর মন্দির সহ কুষ্টিয়া়র বিভিন্ন মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ করেন।
উক্ত বস্ত্র বিতরণে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে বস্ত্রদান করেন কুষ্টিয়ার জেলা সুযোগ্য প্রশাসক মোঃ আসলাম হোসেন।
তিনি বলেন, সমাজের মধ্যে যে সকল অশুভ শক্তি আছে তা পরাজিত করতে হবে। বাড়াদী বাবুপাড়া শ্রীশ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশুর সভাপতিত্বে বস্ত্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম.তানভীর আরাফাত পি.পি.এম (বার), বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অজয় সুরেকা, হিন্দু-বৌদ্ধ-খিৃস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি ব্যারিস্টার গৌরব চাকী, দেশ এগ্রো লিঃ এর চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু,১৬ নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সভাপতি মোঃ মতিয়ার রহমান মন্টু ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, মোঃ বেলাল হোসেন, মোঃ চাঁদ আলী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শুরুতে শ্রীশ্রী গীতা থেকে পাঠ করেন বিভাষ কুমার সাহা। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন।