“ঘৃনা নয়, ভালবাসা” এই বার্তা নিয়ে বিশ্ব ভালবাসা দিবসে কুষ্টিয়ায় শহরে আগত রিকশা ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে ফুল বিতরণ করা হয়। ফুল বিতরণ করেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ শহীদুল্লাহ।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার বিকালে শহরের মজমপুর, পুলিশ লাইন্স সংলগ্ন ও থানা ট্রাফিক মোড়সহ বিভিন্ন নগীর বিভিন্ন জায়গায় ভালোবাসার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পুলিশের এই কর্মকর্তারা।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ শহীদুল্লাহরর নেতৃত্বে ভালবাসার নিদর্শন স্বরূপ শহরবাসীর মধ্যে ফুল বিতরণ করা হয়।
হিংসা, বিদ্বেষ, ঘৃনা ভুলে গিয়ে সবার প্রতি সবার ভালবাসার বন্ধন সৃষ্টির আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ অনেক জনহিতকর কাজে পুলিশ অংশগ্রহন করছে উল্লেখ করে তিনি বলেন, শহরবাসী পুলিশকে আরও কাছের বন্ধু হিসেবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন।