কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হিরোইনসহ মাকসুদ বাহার ওরফে রিংকু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুপুর আড়াইটার সময় কুষ্টিয়া শহরের বজলুর মোড় থেকে র্যাব গ্রেফতার করে।
র্যাব জানায়, সোমবার দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বজলুর মোড়ে অবস্থিত মের্সাস ফরহাদ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার পার্শ্ব হতে অভিযান পরিচালিত করে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার হুসাইনুল বাহারের ছেলে মাদক ব্যবসায়ী মাকসুদ বাহার ওরফে রিংকু কাগজে মোড়ানো ১৪ পুরিয়া হিরোইন, ১টি মোবাইল, ১টি সিম ও মাদক বিক্রয়ের ৬,১৭০/- টাকাসহ গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে।