কুষ্টিয়ায় র্যাবের অভিযানে জাল টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব। বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার সদর থানাধীন চৌড়হাস ফুলতলা মীর সুপার মার্কেটের সিরাজ টেইর্লাসের ভিতর থেকে সিরাজ টেইর্লাসের মালিক সিরাজুল ইসলাম সিরাজ (৪৩) ও তার পিতা আব্দুল আজিজ (৭৪) কে ৯০ হাজার টাকার জাল নোট সহ আটক করে।
র্যাব জানায়, বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল কুষ্টিয়ার চৌড়হাস ফুলতলা মীর সুপার মার্কেটের সিরাজ টেইর্লাসের ভিতর হতে সিরাজ টেইর্লাসের মালিক চৌড়হাস কলনী এলাকার সিরাজুল ইসলাম সিরাজ ও তার পিতা আব্দুল আজিজ কে ৯০ হাজার জাল টাকা সহ আটক করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আটককৃত আব্দুল আজিজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে র্যাব সাংবাদিকদের জানিয়েছে।