কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ মেহেদী হাসান (১৯) ও শুভ আহমেদ (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । গতকাল বৃহ:বার রাতে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, বৃহ:বার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া শহরের ইঞ্জিনিয়ার নুরুল হক লেনের পাকা রাস্তা সংলগ্ন জনৈক আনিসুর রহমান আনিস এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া সদরের ঈদগা পাড়া এলাকার শামসুর রহমানের ছেলে শুভ আহমেদ ও কুষ্টিয়া আড়ুয়া পাড়ার বরাত মোল্লার ছেলে মেহেদী হাসানকে র্যাব গ্রেফতার করে। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।