কুষ্টিয়া র্যাবের অভিযানে ইয়াবাসহ পলাশ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া শহরের চৌরহাস থেকে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পলাশ কে আটক করে। সে কুষ্টিয়া চৌড়হাস কলোনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে । শনিবার রাতে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার সদরের চৌড়হাস কলোনী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার পাশের্^ অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া চৌড়হাস কলোনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশকে আটক করে ।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় ১ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।