কুষ্টিয়ায় র্যাবের অভিযানে তানভীর ইসলাম লিয়ন (২২) ও বাবু (৫০) নামের দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব। বৃহঃবার রাত ১১ টার দিকে কুষ্টিয়ার সদর থানার আড়ুয়াপাড়া কাজি মঞ্জিল ভবনের একটি রুমের মধ্য থেকে র্যাব অভিযান চালিয়ে ঐ দুই অপহরণকারীকে আটক করে, এসময় অপহৃত লামিয়া খান আফি (১৫) নামের একজন কে উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, বৃহঃবার রাত ১১ টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার সদর থানার আড়ুয়াপাড়া কাজি মঞ্জিল ভবনের ৪র্থ তলা সিড়ির পূর্ব পার্শ্বে পশ্চিম দোয়ারী একটি রুমের মধ্য থেকে অভিযান চালিয়ে অপহরণকারী কুষ্টিয়ার সদর থানার আড়ুয়াপাড়ার মো: বাবু ও তার ছেলে তানভীর ইসলাম লিয়ন কে আটক করে র্যাব।
এসময় র্যাব অপহৃত লামিয়া খান আফি (১৫) নামের একজন কে উদ্ধার করে সে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শেখপাড়ার ফরিদ খানের মেয়ে।
এ সময় অপহৃত লামিয়া খান আফি এবং আটককৃত তানভীর ইসলাম লিয়ন ও বাবু কে র্যাব রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ এর নিকট হস্তান্তর করে।