কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ রাতুল মন্ডল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পূর্ব মজমপুর বাহউদ্দিন সড়ক গ্যাদা পট্টি কমলকৃঞ্চ পোদ্দার এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর’ একটি মাদক অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বোতল ফেন্সিডিলসহ শহরের পূর্ব মজমপুর এলাকার মহিদুল মন্ডলের ছেলে রাতুল মন্ডল’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post