কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় র্যাব সাইফুল ইসলাম (৩৮) ও রেহানা খাতুন (৩৫) নামের এক মহিলাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদি গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল জেলার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদি গ্রামে র্যাব অভিযান চালায় ।
এ সময় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪টি রামদা, ৩টি চাকু এবং ২ টি চাপাতিসহ জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি এলাকার মৃত জারমান আলী সর্দারের ছেলে সাইফুল ইসলাম ও শরিফুল ইসমলামের স্ত্রী রেহানা খাতুনকে গ্রেফতার করে র্যাব।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।