কুষ্টিয়ায় ইয়াবাসহ মোঃ জামরুল (৪৫) ও শিহাব মোল্ল্যা (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া বাজারের পাশ থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া বাজারস্থ কুষ্টিয়া-পাবনাগামী মহাসড়ক মের্সাস আল-আমিন ট্রেডার্স এর সামনে র্যাব অভিযান চালায়।
এ সময় ৩৫৮ পিস ইয়াবাসহ নাটোর জেলার লালপুর থানার তিলকপুরের মৃত আব্দুল মোল্ল্যার ছেলে জামরুল ও একই থানার নবী নগরের আক্তার মোল্ল্যার ছেলে শিহাব মোল্ল্যাকে গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।