কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মর্দনা এলাকার রুহুল আমিনের ছেলে ।
র্যাব জানায়, শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড়আইলচারা বাক্স ব্রীজে পশ্চিম পাশ্বের্ জোয়ার্দ্দার ষ্টোরের সামনে হতে অভিযান পরিচালনা করে। ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মর্দনা এলাকার রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় ১ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।