কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হিরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে র্যাব কুষ্টিয়া শহরের হরিশংকরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- রাজিব বিশ্বাস (৩৩),সেরেকুল ইসলাম(৩২), মনিরুল ইসলাম(২৬) ও সুজন বিশ্বাস (৩০)।
র্যাব জানায়, রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া শহরের হরিশংকরপুর গ্রামের ফজুল হোসেন এর বসতবাড়ীর গেটের সামনে হতে র্যাব অভিযান চালিয়ে শহরের হরিশংকরপুর গ্রামের ফজুল হোসেনের ছেলে সেরেকুল ইসলাম, বড়বাজার এলাকার মৃত দুলাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস, শহরের হরিশংকরপুর গ্রামের মৃত গনি শেখের ছেলে মনিরুল ইসলাম ও হাটস্ হরিপুর এলাকার মৃত শহিদুল বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস কে ৫৮ পুরিয়া হিরোইন, ৫ টি মোবাইলফোন, ৪ টি সিম, ১ টি গাঁজার গাছসহ গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।