কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ মাহফুজুর রহমান ওরফে আকাশ (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমাবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া শহরের কালীসংকরপুর মধ্যপাড়া থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে ।
র্যাব জানায়, সোমাবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া-জেলার সদর থানাধীন কালী সংকরপুর মধ্যপাড়ার এলাকার জয়নুদ্দিন আহম্মেদ এর বসত বাড়ীতে র্যাব অভিযান চালিয়ে ৭২৫ গ্রাম গাঁজাসহ জেলার কুমারখালি উপজেলার ছেউরিয়া এলাকার লাবলু মন্ডল (লাবু) এর ছেলে মাহফুজুর রহমান ওরফে আকাশকে গ্রেফতার করে।
এ সময় সাকিব উদ্দিন(১৯) নামের একজন পালিয়ে যায়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।