কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অনলাইনে ভুয়া পন্য বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কাছে তথ্য আসে একটি প্রতারক চক্র অনলাইনে ভুয়া মোবাইল সেট বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে মোবাইল দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে সুন্দরবন কুরিায়ার সার্ভিসের ভুয়া রশিদ ও ভুয়া জন্মসনদ দেখিয়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাবের একটি আভিযানিক দল উক্ত প্রতারক চক্রকে গ্রেফতার করতে অভিযানে নামে।
বিকাশের নম্বর ও ক্যাশ আউটের তথ্য পর্যালোচনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া থানার মোড়ে বাবুল ষ্টোরে অভিযান পরিচালনা করে হামিম আহম্মেদ(২৫),মুকুল হোসেন(২৫) ও বাবুল হোসেন(৩০)কে আটক করে। আটককৃত আহম্মেদ দৌলতপুর থানার তারাগুনিয়া (থানার মোড়) এলাকার হাবিবুর রহমানের ছেলে ও মুকুল হোসেন ও বাবুল হোসেনএকই এলাকার আবুল হাসান শেখের ছেলে
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অনলাইনে মোবাইল বিক্রয়ের ভুয়া বিজ্ঞাপন দেয়, অতঃপর মোবাইল কেনার জন্য কেউ আগ্রহী হলে তাকে সুন্দরবন কুরিায়ার সার্ভিসের এর ভুয়া রশিদ ও ভুয়া জন্মসনদ দিয়ে অগ্রীম বিকাশে টাকা প্রেরণ করতে বলে। বিকাশে টাকা প্রেরণ করা মাত্র উক্ত বিকাশ নম্বর গুলো বন্ধ করে দেয়।
এভাবে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি ট্যাব, ৩ টি মোবাইল সেট, ৭ টি বিভিন্ন কোম্পানীর সীম এবং প্রতারণা পূর্বখ হাতিয়ে নেওয়া ৩৯হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও আসামীেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।