রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নব নির্বাচিত বোর্ড বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শহরের পুনাক ফুড পার্কের সংগঠনের নব নির্বাচিত প্রেসিডেন্ট ফখরুল আলম মিলন ও সেক্রেটারী আলিমুল হক সনজুর হাতে ২০১৮-১৯ বছরের জন্য হ্যামার গ্যামেল হস্তান্তর করে নতুন কমিটির কাছে কার্যভার তুলে দেন বিগত কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো: সেলিম তোহা।
এসময় তিনি বলেন, রোটারীয়ানদের কার্মকান্ড আজ বিশ্বব্যাপী প্রশংসিত। রোটারী ক্লাবের মাধ্যমে রোটারীয়ানরা মানুষের মানবার্ধিকার নিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন। সমাজের অসহায়, দরিদ্র মানুষের প্রতি তাদের যে ভালবাসা তা অনস্বীকার্য। আমি মনেকরি, রোটারীয়ানদের কর্মকান্ডে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা বাস করতে চাই সুন্দরের মধ্যে কিন্তু অনেক সময় সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর। রোটারী ক্লাব অসুন্দরকে দুর করে আগামীতে আরো সুন্দরের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।
রোটারী ক্লাব অব কুষ্টিয়া আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী সভাপতি রোটা. মো: ওবাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুষ্টিয়া জেলার ডেপুটি গভর্ণর অজয় সুরেকা, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি ওবায়দুর রহমান, ফরহাদ আলী খান, হাজী রফিকুল আলম টুকু, যুগ্ম-সম্পাদক তহিদুল ইসলাম, রোটারীয়ান রাসেল পারভেজ, বিশ্বনাথ পাল, জেসমিন হোসেন মিমি, ইব্রাহিম বিন আশরাফ, রোটার্যাক্ট তুষার রতন প্রমুখ।
অনুষ্ঠানে রোটারী ক্লাবের পক্ষ থেকে কিছু দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, বর্তমানে শহরের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এ ক্লাবটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।