রবিবার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ভাদালিয়া ক্যালান ব্রিজ থেকে আলামপুর এলজিইডির অর্থায়নে প্রায় কোটি টাকার ১২৮০ মিটার পাকা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন আগামী ৩ মাসের মধ্যে কুষ্টিয়া সদরের সকল রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান। আগামীতে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় আপনার ভোট দিন বলে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
রাস্তা উন্নয়ন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ. এম সাঈদ করিম। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা থানা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কুষ্টিয়া সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আব্দুল আলিম ও জিয়ারখি ইউপি চেয়ারম্যান ইউসুফ মোল্লা, কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
রাস্তার উদ্বোধনী শেষে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।