বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) কর্মচারীদের হাতে যৌন হয়রানি ও শিক্ষার্থীদের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার সহ আট দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আক্কাস আলী বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি,নির্যাতন কোন ভাবেই আমরা আশা করি না। প্রত্যেক পরিবার থেকে আমরা যখন আমাদের আদরের সন্তান কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি যুদ্ধ করে ভর্তি করি এবং তাদের কাছে প্রত্যাশা রাখি ভালো ভাবে পড়ালেখা শেষ করে মানুষের মত মানুষ হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকবে। কিন্ত দুঃখের বিষয় আমরা কেউ নিরাপদ না। ইদানিং লক্ষ্য করে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি একটি মরন ব্যাধীতে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, ম্যাটস শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামের শিক্ষা বোর্ড অতি দ্রুত গঠন করতে হবে। সেই সাথে বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) কর্মচারীদের হাতে যৌন হয়রানির ঘটনায় জড়িত অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডাঃ রমা প্রসাদ দে, কুষ্টিয়া সরকারি ম্যাটসের শিক্ষার্থী দিহান হাসান,মনিরুজ্জামান,ডাঃ লিজা-রতন ম্যাটসের শিক্ষার্থী প্রান্ত দেবনাথ প্রমুখ।