কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকার কুন্ডুপাড়ায় শনিবার ২৯ জুন বিকালে মোটরসাইকেল ও ব্যাটরিচালিত ভ্যানের সাথে সংঘর্ষে শাফিন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে কুমারখালীর প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক ভেটেরিনারি সার্জন মৃত সাঈদ হাসানের একমাত্র পুত্র।
জানা যায়, শনিবার বিকালে কুন্ডুপাড়া এলাকায় শাফিন মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ব্যাটারিচালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয় এ সময় শাফিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই ভ্যানের পিছন চাকায় মাথায় আঘাত লেগে মারাত্মকভাবে আহত হয়। আহত শাফিনকে তাৎক্ষনিক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। শনিবার (২৯ জুন) রাতে ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে শাফিনের মৃত্যু হয়।
উল্লেখ্য: নিহত শাফিনের পিতা কয়েক বছর আগে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অল্প কয়েক বছরের ব্যবধানে স্বামী ও একমাত্র পুত্রকে হারিয়ে শাফিনের মা শোকে নির্বাক পাথর হয়ে গেছেন।