মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়ায় কুষ্টিয়ায় দুইটি ওষধের দোকানে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন।
তিনি জানান, কুষ্টিয়ার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রি হয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নিদের্শনায় বুধবার ঔষধ তত্ত্বাবধায়ককে সাথে নিয়ে অভিযান চালানো হয়।
এসময় শহরের রাজারহাট মোড়ের সরাতন মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় দোকান মালিককে ৫ হাজার টাকা, এবং বড় বাজার এলাকার রেলষ্টেশন রোডে ক্রিসেন্ট ফার্মেসীর মালিককে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ১হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, ২ টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
এসময় ঔষধ তত্ত্বাবধায়ক ওয়াহিদুর রহমানসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।