কুষ্টিয়ায় মিষ্টি সরবরাহের খালি প্যাকেটের ওজন অতিরিক্ত হওয়ায় একটি প্রতিষ্ঠানকে ৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উছেন মে।
অভিযানকালে তিনি দেখেন, ১ কেজি মিষ্টি সরবরাহের খালি প্যাকেটের সর্বোচ্চ ওজন ১৯৪ গ্রাম।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিককে ” দি স্ট্যান্ডার্ডস ওয়েটস অ্যান্ড মেজার্স অডিন্যান্স, ১৯৮২” আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান মহোদয়ের নির্দেশনার আলোকে ” দি স্ট্যান্ডার্ডস ওয়েটস অ্যান্ড মেজার্স অডিন্যান্স, ১৯৮২” আইনের আওতায় মিষ্টির দোকানসমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময়ে ওজনে কারচুপি অপরাধে ঘোষ মিষ্টান্ন ভা্ন্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় বিএসটিআই খুলনার ইন্সপেক্টর(মেট.) আব্দুর রাকিব উপস্থিত ছিলেন।